নিজস্ব প্রতিবেদক : ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৩:৪৯:১৮
ঘরোয়া হকির ইতিহাসে দুয়ারে কড়া নাড়ছে ফ্রাঞ্চাইজিভিত্তিক হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাত পোহালেই শুক্রবার থেকে শুরু হবে এ আসর।
প্রথমবারের মতো ওয়ালটন ঢাকা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, রূপায়ন গ্রুপ কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা এবং মেট্রো এক্সপ্রেস বরিশাল অংশ নিচ্ছে।
শুক্রবার উদ্বোধনী ম্যাচেই একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়া গ্রুপ খুলনা একে অপরের মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া এ ম্যাচটি মাঠ থেকে টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
মাঠে ম্যাচ গড়ানোর আগে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফ্রাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি উম্মোচন করা হবে।
Rent for add