• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পার্টনার সাকিবের ‘মোনার্ক মার্ট’

রাত পোহালেই মাঠে গড়াতে যাচ্ছে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে দর্শকরা সহজেই স্টেডিয়ামে এসে খেলা উপভোগ করতে পারবেন। এক্ষেত্রে টিকিট প্রাপ্তিতে কোনো ঝামেলা পোহাতে হবে না।

এই হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ‘ই-টিকিট’ এর যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের স্পোর্টস। বাংলাদেশে যে কোনো স্পোর্টিং ইভেন্টে এই প্রথম শতভাগ অনলাইন টিকিটিং সিস্টেম চালু হতে যাচ্ছে শুক্রবার শুরু হতে যাওয়া ফ্রাঞ্চাইজি হকি টুর্নামেন্টে।

এই পদ্ধতিতে টিকিট নিয়ে আর পোহাতে হবে না কোনো ঝামেলা, অনলাইনে খুব সহজেই কিউআর কোডের মাধ্যমে টিকিট কেটে মাঠে বসে দেখতে পারবেন দর্শকরা।

৬ দলের অংশগ্রহণে এ লিগের টিকিট পার্টনার হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতিষ্ঠান ‘মোনার্ক মার্ট’। মোনার্ক পদ্মার প্রধান পৃষ্ঠপোষক আবুল খায়ের হিরু বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপরেখায় যুক্ত হলো স্পোর্টসও। মোনার্ক মার্ট চায় প্রযুক্তির ছোঁয়ায় জীবন আরও সহজতর করতে। সেই লক্ষ্যে নতুন এই উদ্যোগ দর্শকদের হকি মাঠে আসতে আরও বেশি প্রেরণা যোগাবে।’

উল্লেখ্য শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি চট্টগ্রাম ও সাইফ পাওয়ার গ্রুপ খুলনা। মওলানা ভাসানী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুরু হবে সন্ধা ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় খেলায় অংশ নেবে মোনার্ক পদ্মা ও রূপায়ন সিটি কুমিল্লা রাত ৮টা ১৫ মিনিটে। দুটি খেলাই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

টিকিট নিশ্চিত করতে ও এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে : monarchmart.com

 

Rent for add