• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

দিনাজপুর ভেন্যুর উদ্বোধন

আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের দিনাজপুর ভেন্যুর উদ্বোধন হয়েছে। সোমবার এ ভেন্যুর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বিসিবি পরিচালক আনারুল ইসলাম।

মোসাদ্দেক হোসেন পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সুব্রত মজুমদার ডলার, আল আরাফাহ ইসলামী ব্যাংকের দিনাজপুরের ম্যানেজার মো. মোবিনুল ইসলাম, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন, সদস্য খাজা তাহের লতিফ মুন্না, আলমগীর আলম, সাবেক সদস্য মতিউর রহমান মতি ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Rent for add