• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সাইফ পাওয়ার খুলনার অনুশীলন শুরু

সাইফ পাওয়ার গ্রুপ খুলনা ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’কে সামনে রেখে আজ রোববার থেকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে।

প্রধান কোচ মালয়েশিয়ান ধরমা রাজ আবদুল্লাহ ঢাকায় না পৌঁছানোয় দলের সহকারী কোচ আশিকুজ্জামানের তত্বাবধানে খুলনার অনুশীলন মাঠে গড়িয়েছে।

স্থানীয় খেলোয়াড়দের নিয়েই মূলত সাইফ পাওয়ার গ্রুপ খুলনার অনুশীলন শুরু করেছে। তবে দলের সঙ্গে খুব শিগগিরই বিদেশী খেলোয়াড়রা যুক্ত হবেন বলে জানা গেছে।

সাইফ পাওয়ার গ্রুপ খুলনা শিরোপা জয়ের লক্ষে দল গড়েছে। দলটি প্রথম আসরে শিরোপা জিতে হকির ইতিহাসে ঠাঁই পেতে চায়।

সাইফ পাওয়ার গ্রুপ খুলনা

খেলোয়াড় : বিপ্লব কুজুর (দেশি আইকন), গিদো বেরেইরোস (আর্জেন্টিনা, বিদেশি আইকন), খোরশেদুর রহমান, প্রিন্স লাল সামন্ত, আসফার ইয়াকুব (পাকিস্তান), ফেরদৌস রোসদি (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবীব, রাজু আহমেদ তপু, মরিজ ফ্রেই (জার্মানি), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা, সাদ্দাম খান, দ্বীন ইসলাম ও ইয়াসিন আরাফাত।

প্রধান কোচ : ধরমা রাজ আবদুল্লাহ (মালয়েশিয়া)। সহকারী কোচ : আশিকুজ্জামান (বাংলাদেশ)। ম্যানেজার : হোসেন ইমাম চৌধুরী শান্টা।

Rent for add