নিজস্ব প্রতিবেদক : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার, ২৩:০৯:৪৬
আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের কুমিল্লা ভেন্যুর খেলা আজ শুক্রবার থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হয়েছে।
উদ্বোধনী দিনে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে সিলেট জেলা ও চাঁদপুর জেলা কেউ কারো বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোল শূণ্য ড্র নিয়ে উভয়কে মাঠ ছাড়তে হয়।
অপর ম্যাচে স্বাগতিক কুমিল্লা জেলা আয়েশি জয় পেয়েছে। তারা খুব সহজেই ৪-০ গোলে লক্ষীপুর জেলাকে পরাজিত করে।
মাঠে খেলা গড়ানোর আগে কুমিল্লা ভেন্যুর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. কবিরুল ইসলাম খান। বক্তব্য রাখেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার মাজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক খাজা তাহের লতিফ মুন্না, জাফরুল আহসান বাবুল, কো-অডিনেটর সুলতান শাহরিয়ার, জেলা ক্রীড়া অফিসার জিতু ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Rent for add