• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

খুলনা ভেন্যুর খেলা শুরু

আল আরাফা ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের খুলনা ভেন্যুর খেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা জেলা ১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে এবং স্বাগতিক খুলনা জেলা ২-০ গোলে বাগেরহাট জেলাকে পরাজিত করে।

খেলা মাঠে গড়ানোর আগে প্রধান অতিথি হিসেবে খুলনা ভেন্যুর উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল আরাফা ইসলামী ব্যাংকের এসভিপি ও জোনাল হেড মো. মজিবার রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার সাজিদ হোসেন ও বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

Rent for add