নিজস্ব প্রতিবেদক : ১১ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৫:২৬:০৭
আগামী ২৮ অক্টোবর থেকে ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ শুরু হতে যাচ্ছে। প্রথমবারের মতো ৬টি দল নিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরকে ঘিরে সোমবার ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেল। অংশ নেওয়া প্রতিটি দল ১৭ জন খেলোয়াড় চূড়ান্ত করেছে। এছাড়া ড্রাফটের বাইরে থেকে দলগুলো সরাসরি একজন করে খেলোয়াড় নিতে পারবে।
মেট্টো এক্সপ্রেস বরিশাল: রোমান সরকার (দেশি আইকন), হুয়ান মার্তিন লোপেজ (আর্জেন্টিনা, বিদেশি আইকন), অসীম গোপ, ফজলে হোসেন রাব্বী, ইয়ো সিং হো (কোরিয়া), আকিমুল্লাহ ইসোক ( মালয়েশিয়া), সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিতরি সারি (মালয়েশিয়া), নুরুজ্জামান নয়ন, শহিদুল হক সৈকত, আজিজুর রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান চাঁদ, সাজিদুল ইসলাম ও শামীম মিয়া।
ওয়ালটন ঢাকা: আশরাফুল ইসলাম (দেশি আইকন), এসভি সুনীল (ভারত, বিদেশি আইকন), আবু সাঈদ নিপ্পন, রকিবুল হাসান রকি, আব্দুল খালিক হামিরিন (মালয়েশিয়া), আলী সুরিয়া (ইন্দোনেশিয়া), শফিউল আলম শিশির, মেহরাব হোসেন সামিন, আবিদ উদ্দিন, আজরি হাসান (মালয়েশিয়া), আমান শরিফ, আল আমিন, রাতুল আহমেদ অনিক, মাইনুল ইসলাম কৌশিক, মোহাম্মদ আব্দুল্লাহ, হুজাইফা হোসেন ও তৈয়ব আলী।
একমি চট্টগ্রাম: রেজাউল করিম বাবু (দেশি আইকন), দেভিন্দার ওয়ালমিকি (ভারত, বিদেশি আইকন), ফরহাদ আহমেদ শিতুল, মেহেদী হাসান, গাজানফার আলি (পাকিস্তান), হাফিজ জাইনোল (মালয়েশিয়া), সজীবুর রহমান, রাজীব দাস, তাহের আলী, পির হেনরিক্স (জার্মানি), আরশাদ হোসেন, হাসান যুবায়ের নিলয়, আশরাফুল আলম, মনোজ বাবু, মেহেদি হাসান, তাহসীন আলী ও কাঞ্চন মিয়া।
সাইফ পাওয়ার খুলনা: বিপ্লব কুজুর (দেশি আইকন), গিদো বেরেইরোস (আর্জেন্টিনা, বিদেশি আইকন), খোরশেদুর রহমান, প্রিন্স লাল সামন্ত, আসফার ইয়াকুব (পাকিস্তান), ফেরদৌস রোসদি (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবীব, রাজু আহমেদ তপু, মরিজ ফ্রেই (জার্মানি), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা, সাদ্দাম খান, দ্বীন ইসলাম ও ইয়াসিন আরাফাত।
রূপায়ণ কুমিল্লা: সোহানুর রহমান সবুজ (দেশি আইকন), প্রদীপ মোর (ভারত, বিদেশি আইকন), সারোয়ার হোসেন, পুস্পর খিসা মিমো, কিম সিউং ইয়ং (কোরিয়া), মোখামেদ ফাতুন (ইন্দোনেশিয়া), মিলন হোসেন, ওবায়দুর হোসেন জয়, রিপন কুমার মন্ডল, জাসসিত সিং (ভারত), শাহিদূর রহমান সাজু, উখিন রাখাইন, জাহিদ হোসেন, মোহাম্মদ বেলাল হোসেন, শিমুল ইসলাম, তানভীর রহমান সিয়াম ও মেহেদি হাসান লিমন।
মোনার্ক পদ্মা: রাসেল মাহমুদ জিমি (দেশি আইকন), চিঙ্গেলসানা সিং (ভারত, বিদেশি আইকন), ইমরান হোসেন পিন্টু, নাঈম উদ্দিন, মোহাম্মদ সাইফ খান (ভারত), সিউ অউ হিউং (কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিয়ু তানিমিতুস (জাপান), আশরাফুল ইসলাম সাদ, মোহাম্মদ রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহীদ হোসেন, রাফিউল ইসলাম ও রাকিবুল হাসান।
Rent for add