• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

প্লেয়ার্স ড্রাফটে ছিল উৎসব মুখর পরিবেশ

উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ১০ অক্টোবর সোমবার ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া দলগুলোর প্লেয়ার্স ড্রাফট।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, প্রথমবারের মতো শুরু হতে যাওয়া হকি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে তার মন্ত্রণালয় সম্ভাব্য সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের অন্যতম সহসভাপতি আব্দুর রশিদ সিকদার বলেন, দিনটি হকির জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি এক প্রশ্নে জানান, হকির ঐতিহ্য ফিরিয়ে আনতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন বিশেষ গুরেুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক মো. রফিকুল ইসলাম কামাল বলেন, হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া ৬টি বিভাগীয় দল প্রায় সমশক্তির হয়েছে। ফলে ফ্রাঞ্চসাইজিভিত্তিক এ টুর্নামেন্ট জমজমাট একটি আসর হবে। তার দৃষ্টিতে একমি চট্টগ্রাম তুলনামূলকভাবে শক্তিশালী হয়েছে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এক প্রশ্নে হকি চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে সম্পাপ্তির জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, এভাবে আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে এগিয়ে যেতে পারলে হকির ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব।

ঘরোয়া হকিতে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এখন দুয়ারে কড়া নাড়ছে। আগামী ২৮ অক্টোবর থেকে ৬টি বিভাগীয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফ্রাঞ্চসাইজিভিত্তিক এ টুর্নামেন্ট।

প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠানে ওয়ালটন ঢাকা, একমি চট্টগ্রাম, সাইফ পাওয়ার গ্রুপ খুলনা, রূপায়ন গ্রুপ কুমিল্লা, মোনার্ক মার্ট পদ্মা এবং মেট্রো এক্সপ্রেস বরিশাল ১৭ জন করে দেশি-বিদেশি পছন্দের খেলোয়াড় বেছে নেয়।

দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্লেয়ার্স ড্রাফট উপলক্ষে অনেক দিন পর হকি অঙ্গন মিলন মেলায় পরিণত হয়।

Rent for add