নিজস্ব প্রতিবেদক : ৯ অক্টোবর ২০২২, রবিবার, ০:০২:৫১
ঘরোয়া হকিতে প্রথমবারের মতো শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি এখন দুয়ারে কড়া নাড়ছে। চলতি মাস থেকে ৬টি বিভাগীয় দল নিয়ে মাঠে গড়াচ্ছে ফ্রাঞ্চসাইজিভিত্তিক এ টুর্নামেন্ট।
এ উপলক্ষে আগামীকাল ১০ অক্টোবর সোমবার সকাল ১১টা থেকে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে (লেভেল-১) হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে।
আইকন খেলোয়াড়দের সম্ভাব্য তালিকায় রয়েছেন ১৯ জন। এ থেকে ৬ জন আইকন খেলোয়াড় হিসেবে সিলেকটেড হবেন। বাকিরা নিয়মমাফিক এ+ক্যাটাগরিতে নেমে যাবেন। একই প্রক্রিয়ায় সম্পন্ন হবেন এ+ থেকে সি ক্যাটাগরি পর্যন্ত প্রতিটি বিভাগের খেলোয়াড়েরা।
উল্লেখ্য বাংলাদেশ হকি ফেডারেশন ও স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানীর আয়োজনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে দেশী খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে বিদেশী খেলোয়াড়দের নামের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
Rent for add