• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফরিদপুরে মানিকগঞ্জ ও মাদারীপুর জিতেছে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের ফরিদপুর ভেন্যুর খেলা আজ ৮ অক্টোবর শনিবার থেকে শুরু হয়েছে।

ফরিদপুর শেখ জামাল জেলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে মানিকগঞ্জ জেলা ১১-০ গোলে হারিয়েছে ভোলা জেলাকে।

অপর ম্যাচে মাদারীপুর জেলা ২-১ গোলে গোপালগঞ্জে জেলাকে পরাজিত করে।

খেলা মাঠে গড়ানোর আগে এই ভেন্যুর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোসলেমউদ্দিন, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আব্দুর শুকুর।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, হাজী মো. হুমায়ুন, তাহের লতিফ মুন্না, সাফায়ত হোসেন ডালিম, শহিদুল্লাহ টিটু, হারুনুর রশিদ রিংকু প্রমুখ।

Rent for add