• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

ভারী বর্ষণে ময়মনসিংহের খেলা কাল শুরু

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের ঢাকা ভেন্যুর পর এবার ময়মনসিংহ ভেন্যুর খেলা আগামীকাল ৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে।

এ উপলক্ষে আজ ৩ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে প্রধান অতিথি হিসেবে এই ভেন্যুর উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।

জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, হাজী মো. হুমায়ুন, তাহের লতিফ মুন্না, সাফায়ত হোসেন ডালিম, জাফরুল আহসান বাবুল, আল-আরাফা ইসলামী ব্যাংকের এভিপি কাজী শফিকুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য ভারী বর্ষণের কারণে আজকে খেলা বডলিশিপ্ট হয়ে আগামীকাল মঙ্গলবার থেকে খেলা শুরু হবে।

Rent for add