• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় যুব হকির চূড়ান্ত পর্বে ঢাকা ও বিকেএসপি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্টের ঢাকা ভেন্যু থেকে ঢাকা জেলা ও বিকেএসপি চূড়ান্ত পর্বে উঠেছে। দুটি দলই দুই ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট করে নিয়ে চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে।

শনিবার দিনের প্রথম ম্যাচে বিকেএসপি ৮-০ গোলে কিশোরগঞ্জ জেলাকে হারিয়েছে। হ্যাটট্রিক করেছেন সাদ্দাম খান এবং একটি করে গোল করেছেন রামিম হোসেন, সাবেদুর রহমান সাজু, সিমুল ইসলাম, আজিজুর রহমান ও আমান শরীফ।

দ্বিতীয় ম্যাচে ঢাকা জেলা ১৬-০ গোলে হারিয়েছে গাজীপুর জেলাকে। চার গোল করেছেন রাফিউল হক। তিন গোল করেছেন মোহাম্মদ শাহাদাৎ হোসেন। জোড়া গোল করেছেন তানজিন রহমান রনোক ও ইমন। এছাড়া একটি করে গোল করেছেন নাজমুস সাবিত, পাভেল হোসেন পাপ্পু, ওয়াসিম আহমেদ, সিহাব হোসেন ও শাহরুক মিয়া সিয়াম।

Rent for add