নিজস্ব প্রতিবেদক : ১ অক্টোবর ২০২২, শনিবার, ১৯:৩৩:৫৭
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি টুর্নামেন্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া এ আসরের প্রথম দিনেই দুই ম্যাচেই ২৫ গোল হয়েছে।
প্রথম ম্যাচে ঢাকা জেলা ১৩-০ গোলে শরীয়তপুর জেলাকে এবং দ্বিতীয় ম্যাচে বিকেএসপি ১২-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে পরাজিত করেছে। প্রথম ম্যাচে ঢাকা জেলার হয়ে হ্যাটট্রিক করেছেন ইমন ও তানজিল রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুর রশিদ শিকদার, জাকি আহমেদ রিপন, ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ অন্য কর্মকর্তারা।
Rent for add