নিজস্ব প্রতিবেদক : ২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার, ৮:৩৮:১৬
ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টে বাহফে সবুজ দল চ্যাম্পিয়ন এবং বাহফে লাল দল রানার্সআপ হয়েছে।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার ফাইনালে লাল দলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করে সবুজ দল। ম্যাচের ২৪ ও ৫৯ মিনিটে সবুজ দলের তামান্না আক্তার দুটি ফিল্ড গোল করেন। আর ২১ মিনিটে সোনিয়া খাতুন করেন অপর ফিল্ড গোলটি।
চ্যাম্পিয়ন সবুজ দল ও রানার্সআপ লাল দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব পরিমল সিংহ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন ও এটিএন বাংলার উপদেষ্টা মীর মো. মোতাহার হাসান। এ সময় বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাছাইকৃত নারী খেলোয়াড়দের নিয়ে চারটি দল গঠন করে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয় আটদিনব্যাপী এ টুর্নামেন্ট। যেখানে বাহফে লাল দল, বাহফে সবুজ দল, বাহফে নীল দল ও বাহফে হলুদ দল লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করে। লিগ পদ্ধতিতে ৭ পয়েন্ট করে সংগ্রহ করে ফাইনাল নিশ্চিত করে লাল ও সবুজ দল।
Rent for add