• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

লাল দল জিতেছে

ওয়ালটন ডেভেলপমেন্ট কাপ নারী হকি টুর্নামেন্টে বাহফে লাল দল জয় পেয়েছে। বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে তারা ৩-১ গোলে হারিয়েছে হলুদ দলকে।

ম্যাচে লাল দলের হয়ে ১৯ ও ৩১ মিনিটে নাদিরা ও ৫৩ মিনিটে কনা ৫৩ মিনিটে গোল করেন। তবে হলুদ দলের আহরিন একটি গোল পরিশোধ করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বাহফে নীল বনাম বাহফে সবুজ দল একে অপরের মোকাবেলা করবে।

 

Rent for add