• ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ইন্টার স্কুল হকি চ্যালেঞ্জ কাপ সমাপ্ত

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল-এর ফাইনাল ম্যাচ দিয়ে ২৬ আগস্ট কক্সবাজারে ‘বায়তুশ শরফ ইন্টার স্কুল হকি চ্যালেঞ্জ কাপ’ শেষ হয়েছে।

শিরোপা লড়াই শেষে বাইতুশ শরফ কমপ্লেক্সের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হকি ফেডরেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ হাজী মো. হুমায়ুন, নির্বাহী সদস্য খাজা তাহের লতিফ মুন্না, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বাহফের কাউন্সিলর আবছারউদ্দিন প্রমুখ।

 

Rent for add