• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ঢাকা জোন দিয়ে মাঠে গড়াচ্ছে যুব হকি

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা জোন দিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) জাতীয় যুব হকি প্রতিযোগিতা মাঠে গড়াচ্ছে।

দেশব্যাপী এ প্রতিযোগিতার প্রথম পর্বে মোট ৫৭টি দল ৯টি জোনে অংশ নেবে। প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে মোট ১৬টি দলের সমন্বয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, আমরা সম্ভাব্য ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা বিভাগের দুটি জোনের একটি ঢাকা জোন দিয়ে জাতীয় যুব প্রতিযোগিতার প্রথম পর্ব মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু করতে চাচ্ছি। এরপর পরবর্তীতে দেশের অন্যান্য জোনের খেলা শুরু হবে।

ঢাকা জোনে রয়েছে মোট ৬টি দল। দলগুলো হচ্ছে বিকেএসপিসহ ঢাকা, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং শরীয়তপুর।

উল্লেখ্য এ প্রতিযোগিতা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ হকি ফেডারেশন ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে ২৭ জুলাই একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। টাইটেল স্পন্সর হিসেবে স্পন্সর প্রতিষ্ঠানটি ১ কোটি ৫০ লক্ষ টাকা দিচ্ছে।

Rent for add