নিজস্ব প্রতিবেদক : ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ১:৫২:০৪
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে।
নানান কর্মসূচির মধ্যে ছিল বাহফে কার্যালয়ে কোরআন খতম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
দিনব্যাপী এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির আহমেদ রিপন, সাজেদ আদেল, ইউসুফ আলী, মোহাম্মদ ইউসুফ, শাফায়েত হোসেন ডালিম, কামরুল ইসলাম কিসমত, হাজি হুমায়ুন, ফয়সাল আহসান উল্লাহ, খাজা তাহের লতিফ মুন্না, জামিল আবদুল নাসের, জহিরুল ইসলাম মিতুল, জাফরুল আহসান বাবুল, আবদুর রশিদ সোলাইমান, মনির হোসেন প্রমুখ।
Rent for add