নিজস্ব প্রতিবেদক : ১৫ আগস্ট ২০২২, সোমবার, ১:০৯:০৬
প্রথম বিভাগ হকি লিগ খুব শিগগিরই মাঠে গড়াতে যাচ্ছে। এ নিয়ে ক্লাব কর্মকর্তা ও ফেডারেশন কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকই খেলোয়াড়দের জন্য সুখবর বয়ে এনেছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাকক্ষে ১৪ আগস্ট বিকেলে প্রথম বিভাগ হকি লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ সিকদারের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারী দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সবকিছু ঠিকঠাক থাকলে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দলবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম_কে বলেন, ক্লাবের সিদ্ধান্ত মোতাবেক আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে দলবদলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরো বলেন, এই লিগকে সামনে রেখে বাইলজ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বাইলজের খসড়া তৈরি করে ক্লাবগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত করবে।
Rent for add