নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০২২, শনিবার, ০:১৩:৩২
বাংলাদেশ হকি ফেডারেশনের দীর্ঘদিনের স্পন্সর গ্রীন ডেলটা ইনস্যুরেন্স কোম্পানী এ বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার লাভ করেছে। কোম্পানীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন উপদেষ্টা নাসির আহমেদ চৌধুরী।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র এবং বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির অনুমতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
২০২২ সালে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছে ৭টি ক্যাটাগরিতে ৯ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও ২টি প্রতিষ্ঠান। ক্রীড়াবিদ ক্যাটাগরিতে ক্রিকেটার লিটন কুমার দাস, শুটার আব্দুল্লাহ হেল বাকি ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা, উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে আর্চার দিয়া সিদ্দিকী ও ক্রিকেটার মোহাম্মদ শরীফুল ইসলাম, ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে স্বাধীন বাংলা ফুটবল দলের পরিকল্পনাকারী ও সংগঠক মো. সাইদুর রহমান প্যাটেল ও আবাহনী ক্রীড়া চক্রের নারী বিষয়ক ক্রীড়া সম্পাদক নাজমা শামীম, ক্রীড়া এসোসিয়েশন/ফেডারেশন/ক্রীড়া সংস্থা ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ক্রীড়া পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড, ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে প্রবীণ ক্রীড়া সাংবাদিক কাশীনাথ বসাক এবং আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। বিজয়ীদের প্রত্যেককে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
Rent for add