নিজস্ব প্রতিবেদক : ২১ মে ২০২২, শনিবার, ৩:২২:১৮
হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শনিবার মাঠে নামছে। প্রতিপক্ষ প্রতিপক্ষ শক্তিশালী ভারতীয় জাতীয় দল। ম্যাচটি জাকার্তার স্থানীয় সময় বিকেল ৫টায় শুরু হবে।
এর আগে লাল-সবুজের দল প্রথম প্রস্তুতি ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে। ব্যবধান ছিল ২-১ গোল।
উল্লেখ্য আগামী ২৩ মে থেকে ১ জুন হিরো এশিয়া কাপ হকি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৮ জাতির এ টুর্নামেন্টকে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। প্রতিপক্ষ হচ্ছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ওমান। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান ও ইন্দোনেশিয়া। জাকার্তায় এশিয়া কাপে জাতীয় দলের নেতৃত্ব দেবেন খোরশেদুর রহমান।
ফিকচার অনুযায়ী বাংলাদেশ ২৩ মে দক্ষিণ কোরিয়ার সঙ্গে, ২৪ মে ওমানের সঙ্গে এবং ২৬ মে মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করবে।
বাংলাদেশ স্কোয়াড : বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হোসেন রকি ও পুস্কর ক্ষিসা মিমো।
Rent for add