• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

ওমানের কাছে শোচনীয় হারে রানার্সআপ

এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে ওমানের কাছে শোচনীয় হারে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে রোববার শিরোপা লড়াইয়ে মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে লাল-সবুজের দেশ ৬-২ গোলে পরাজিত হয়।

বাংলাদেশ ফাইনালে ওমানের বিপক্ষে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। প্রথম কোয়ার্টারে ৩ গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে ফেলে।

ওমান দ্বিতীয় কোয়ার্টারে গোল না পেলেও বাংলাদেশকে বেশ কোনঠাসা করে রাখে। তবে তৃতীয় কোয়ার্টারে আরো এক গোল দিয়ে তারা ৪-০ গোলে এক হালি পূর্ণ করে।

চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ অবশ্য একটি গোল পরিশোধ করলে ব্যবধান দাঁড়ায় ৪-১ গোলে। কিন্তু পরক্ষণে পরপর দুটি গোল করে ওমান ৬-১ গোলে এগিয়ে যায়। শেষ মিনিটে একটি গোল করে বাংলাদেশ পরাজয়ের ব্যবধান কমিয়ে আনে ৬-২ গোলে।

এর আগে ২০১৮ সালের এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে ওমান ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।

Rent for add