• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

ম্যাচ সেরা বাবু

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশ দলনায়ক রেজাউল করিম বাবু। ম্যাচে তিনি গোল করতে না পারলেও তাঁর চমৎকার ক্রীড়াশৈলী ছিল চোখে পড়ার মতো।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাবু দলকে আক্রমণ যোগাতে কার্যকর ভূমিকা রেখেছেন। এমন কী দলের প্রয়োজনে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।

খেলা শেষে রেজাউল করিম বাবুর হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন এশিয়ান হকি ফেডারেশনের সদস্য ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ সিকদার।

আজ শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে।

লাল-সবুজের দল ম্যাচের প্রথম কোয়ার্টারের ১০ মিনিটে সরোয়ার হোসেনের ফিল্ড গোলে (১-০) এগিয়ে যায়। এরপর দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে মিমোর ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ (২-০) করে।

তবে তৃতীয় কোয়ার্টারের ৯ মিনিটে ইন্দোনেশিয়া গোল (১-২) করে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়ায়। কিন্তু ১০ মিনিটে রাব্বির ফিল্ড গোলে বাংলাদেশ (৩-১) গোলে এগিয়ে যায়।

পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় বাংলাদেশ ৩-১ গোলে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজস্ব প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে।

আগামী ১০ মে বাংলাদেশ সময় বেলা ১.৩০ মিনিটে বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে মোকাবেলা করবে।

উল্লেখ্য এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মোকাবেলা করছে। লাল-সবুজ দলের প্রতিপক্ষ হচ্ছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংক, থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।

Rent for add