• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া কাল মুখোমুখি

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আগামীকাল ৭ মে শনিবার বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৯টা) ম্যাচটি মাঠে গড়াবে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামার আগে আজ ৬ মে শুক্রবার জাতীয় দল শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে।

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে মোকাবেলা করবে। লাল-সবুজ দলের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

অপরদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ওমান, হংক, থাইল্যান্ড, উজবেকিস্তান ও কাজাখস্তান।

Rent for add