• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ঈদের দিনেও হকি দলের অনুশীলন

জাতীয় হকি দলের খেলোয়াড়রা ঈদ উল ফিতরের দিনেও মাঠে ঘাম ঝরালেন। বুধবার তারা স্থানীয় কোচ জহিরুল হক মিতুলের তত্ববধানে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুশীলন করেন।

আগামী ৬-১৫ মে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব এবং ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় জাকার্তায় হিরো এশিয়া কাপে অংশগ্রহণ করতে যাচ্ছে বলেই হকি দল ঈদের দিন পরিবারের সাথে ঈদ কাটানোর ছুটি পাননি। তবে তারা ঈদের আগাম ছুটি কাটিয়ে ছিলেন তিন দিন।

দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে ঈদের দিনও শেষ মুহূর্তের ভুলত্রুটিগুলো শুধরিয়ে নিচ্ছেন জাতীয় দলের খেলোয়াড়রা। বুধবার রাতে হকি দল এশিয়ান গেমস বাছাইপর্ব খেলতে ঢাকা ছাড়বে। বাছাইপর্ব শেষে তারা ইন্দোনেশিয়া যাবে হিরো এশিয়া কাপে অংশ নিতে।

বর্তমানে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ঈদ ছুটি কাটাতে কুয়ালালামপুরে অবস্থান করছেন। তিনি থাইল্যান্ডে গিয়ে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

উল্লেখ্য এশিয়ান গেমস হকি বাছাইপর্বের জন্য রেজাউল করিম বাবুকে অধিনায়ক করা হয়েছে এবং তার ডেপুটি করা হয়েছে মিলন হোসেনকে।

অপরদিকে হিরো এশিয়া কাপ হকিতে অধিনায়ক করা হয় খোরশেদুর রহমানকে এবং তার ডেপুটি করা হয়েছে ফজলে হোসেন রাব্বিকে।

চূড়ান্ত স্কোয়াড: বিপ্লব কুজুর, আবু সাঈদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শীতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাঈম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, প্রিন্স লাল সামান্তা, রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, রাকিবুল হাসান, আরশাদ হোসেন ও পুষ্কর খিশা মিমো।

Rent for add