নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২২, রবিবার, ২:১৫:৪৩
আসন্ন এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় হকি দল। বর্তমানে ২০ সদস্যের দলটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সকাল-বিকেল কঠোর অনুশীলনে রয়েছেন।
বাংলাদেশ হকি ফেডারেশন দুটি টুর্নামেন্টের জন্য একটি জাতীয় হকি দল গঠন করলেও দুটি টুর্নামেন্টের জন্য আলাদাভাবে দুজনকে অধিনায়ক মনোনীত করেছে।
ওই দুটি টুর্নামেন্টের জন্য অবশ্য জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকেই দায়িত্ব পেয়েছেন। তবে তার ডেপুটি হিসেবে থাকছেন জহিরুল ইসলাম মিতুল।
আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাইপর্বে রেজাউল করীম বাবু এবং ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ হকিতে খোরশেদুর রহমান জাতীয় দলের নেতৃত্ব দেবেন।
উল্লেখ্য থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে শীর্ষ চারে থাকতে পারলে বাংলাদেশ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে এশিয়া কাপেও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তিনি হকিবাংলাদেশ.কম-কে বলেন, বর্তমানে দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক টুর্নামেন্ট ও অনুশীলনে রয়েছেন। ফলে ওই দুটি টুর্নামেন্টে ভাল করার যথেষ্ট সুযোগ রয়েছে।
এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে আবারো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। আগামী মাসে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া- দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি ১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে।
Rent for add