• ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হকির পাশে আবারো ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক

বাংলাদেশ হকি ফেডারেশনের পাশে আবারো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড। আগামী মাসে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া- দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠানটি ১ কোটি ১০ লাখ টাকা দিচ্ছে।

বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে আজ বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান-এর হাতে স্পন্সরের চেক তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী। এছাড়া এদিন জাতীয় হকি দল ফটোসেশনও অংশগ্রহণ করে।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, এর আগে আমরা একবার দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের কাছে স্পন্সর পেয়েছিলাম। এবার প্রতিষ্ঠানটি দুটি টুর্নামেন্টকে সামনে রেখে স্পন্সর করছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ নিয়ে টানা তিনটি টুর্নামেন্টের জন্য স্পন্সর পেলাম।

উল্লেখ্য আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাইপর্বে রেজাউল করীম বাবু এবং ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ হকিতে খোরশেদুর রহমান জাতীয় দলের নেতৃত্ব দেবেন।

Rent for add