নিজস্ব প্রতিবেদক : ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ১৪:১১:০৪
বাংলাদেশ হকি ফেডারেশন আসন্ন এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপ টুর্নামেন্ট-এর জন্য আজ মঙ্গলবার সকালে ২০ সদস্য বিশিষ্ট জাতীয় হকি দলের নাম ঘোষণা করেছে। মূল দলে ১৮ জন এবং ২ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তবে দুটি টুর্নামেন্টের জন্য আলাদাভাবে দুজনকে অধিনায়ক মনোনীত করা হয়েছে।
আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস বাছাইপর্বে রেজাউল করীম বাবু এবং ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ হকিতে খোরশেদুর রহমান জাতীয় দলের নেতৃত্ব দেবেন।
ওই দুটি টুর্নামেন্টের জন্য অবশ্য জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তিকেই দায়িত্ব পেয়েছেন। তবে তার ডেপুটি হিসেবে থাকছেন জহিরুল ইসলাম মিতুল।
উল্লেখ্য থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বাছাইপর্বে শীর্ষ চারে থাকতে পারলে বাংলাদেশ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবে।
এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল : বিপ্লব কুজুর, আবু সাইদ নিপ্পন, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, রেজাউল করীম বাবু, সারোয়ার হোসেন, সোহানুর রহমান সবুজ, রোমান সরকার, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত, রাসেল মাহমুদ জিমি, আরশাদ হোসেন, মিলন হোসেন, ফজলে হোসেন রাব্বি, রাকিবুল হাসান রকি (জুনিয়র), দ্বীন ইসলাম ইমন, পুস্কর ক্ষিসা মিমো ও আল নাহিয়ান শুভ।
কোচ ও কর্মকর্তা : টিম লিডার : গ্রুপ ক্যাপ্টেন রাফিউল হক। ম্যানেজার : মো. ইউসুফ আলী। সহকারী ম্যানেজার : হারুন অর রশিদ রিংকু ও জাহিদ হোসেন জাজ। আম্পায়ার : সেলিম লাকী ও মো. আলী খান। কোচ : ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি
ও সহকারী কোচ জহিরুল হক মিতুল।
Rent for add