• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কাল জাতীয় হকি দলের ফটোসেসন

বাংলাদেশ জাতীয় হকি দল এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে বিকেএসপিতে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির তত্ত্বাবধানে বিশেষ প্রস্তুতি নিচ্ছে।

দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের আগে আগামীকাল ২০ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের ফটোসেসন অনুষ্ঠিত হবে।

একই দিনে স্পন্সর প্রতিষ্ঠান জাতীয় হকি দলের জন্য কর্মকর্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে স্পন্সরশিপের চেক হস্তান্তর করবেন।

উল্লেখ্য আগামী ৬-১৫ মে থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। এরপর ২৩ মে মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় এশিয়া কাপ শুরু হবে।

জাতীয় হকি দল উপরোক্ত দুটি আসরে অংশগ্রহণের লক্ষে ৩ মে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

 

Rent for add