• ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় হকি দলের অনুশীলন শুরু

এশিয়ান গেমস বাছাইপর্ব ও এশিয়া কাপে অংশগ্রহণের লক্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির তত্ত্বাবধানে জাতীয় হকি দলের অনুশীলন শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার অনুশীলনের দ্বিতীয় দিনেও খেলোয়াড়রা কঠোর অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। নিজের ভুল-ক্রুটিগুলো দ্রুত শুধরে নিচ্ছেন।

এর আগে প্রাথমিকভাবে ডাক পাওয়া ৩৬ জন খেলোয়াড়রা গত মঙ্গলবার ক্যাম্পে রিপোর্ট করেন।

বাংলাদেশ হকি ফেডারেশন সূত্রে জানা গেছে ৬-১৫ মে থাইল্যান্ডে এশিয়ান গেমস বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। তবে ২৩ মে মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় এশিয়া কাপ শুরু হবে।

Rent for add