নিজস্ব প্রতিবেদক : ২২ মার্চ ২০২২, মঙ্গলবার, ৩:০৫:০০
এএইচএফ কাপ বিজয়ী বাংলাদেশ জাতীয় হকি দল সোমবার রাতে দেশে ফিরেছে। জাকার্তা থেকে মালয়েশিয়া হয়ে ২৫ সদস্যের এই দলটি মালিন্দো এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছুলে দলটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ এ নিয়ে টানা চারবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো। এবার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এশিয়ান গেমস ও এশিয়া খেলার সুযোগ পাচ্ছেন লাল-সবুজ জার্সীধারীরা।
উল্লেখ্য ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে পেনাল্টি শুট আউটে বাংলাদেশ ৫-৩ গোলে ওমানকে হারিয়ে শিরোপা অক্ষুন্ন রাখে। তবে নির্ধারিত সময় ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল।
এর আগে বাংলাদেশ ‘বি’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ৮-১ গোলে কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে উঠে আসে।
যদিও বাংলাদেশ টুর্নামেন্টের শুরুতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৭-২ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে, দ্বিতীয় মাচে সিঙ্গাপুরকে ৭-০ গোলে, তৃতীয় ম্যাচে ৬-২ গোলে ইরানকে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলে ওমানকে পরাজিত করে।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আবু সাইদ নিপ্পন ও বিপ্লব কুজুর।
রক্ষণভাগ: রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান ও সোহানুর রহমান সবুজ।
মধ্যমাঠ: সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত ও রোমান সরকার।
আক্রমণভাগ: মিলন হোসেন, আরশাদ হোসেন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষিসা মিমো।
ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ
সহকারী ম্যানেজার: মাহবুব মোর্শেদুল আলম লেবু
কোচ: ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি
সহকারী কোচ: জাহিদ হোসেন রাজু
আম্পায়ার: মোহাম্মদ আলী খান পিয়াল।
Rent for add