নিজস্ব প্রতিবেদক : ১৯ মার্চ ২০২২, শনিবার, ১৮:১৫:৩৯
আশরাফুলের হ্যাটট্রিকের উপর ভর করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের পাশাপাশি ফাইনালে উঠেছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জিবিকে গ্রাউন্ডে বাংলাদেশ আজ ৮-১ গোলে কাজাখস্তানকে পরাজিত করে।
বিজয়ী দলের আশরাফুল হ্যাটট্রিকসহ একাই করেন ৪ গোল। এছাড়া খোরশেদ ২টা এবং জিমি ও সবুজ একটি করে গোল করেন।
আগামীকাল বাংলাদেশ ফাইনালে ওমানের মোকাবেলা করবে। জাকার্তার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে।
Rent for add