• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ কাজাখস্তান

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে টানা চার ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-২ গোলে ওমানকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করেছে লাল-সবুজের দেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে গ্রাউন্ডে বাংলাদেশ-ওমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে খোরশেদ একাই করেন তিন গোল। তার হ্যাটট্রিকের সুবাদেই বাংলাদেশ পৌঁছে যায় টুর্নামেন্টের সেমিফাইনালে।

আগামী ১৯ মার্চ সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ রানার্সআপ কাজাখস্তানের মোকাবেলা করবে। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।

ওমানের বিপক্ষে ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদের গোলে বাংলাদেশ এগিয়ে যায়। কিন্তু পরবর্তেতে ওমান ম্যাচে সমতায় এনে এক সময় ২-১ গোলে এগিয়ে যায়।

তবে ৫৬ মিনিটে ফের খোরশেদের গোলেই সমতায় ফেরে। শুধু তাই নয়, ৫৮ মিনিটে খোরশেদের গোলেই বাংলাদেশ নাটকীয় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে কাজাখস্তানের বিপক্ষে খেলার ছাড়পত্র পেয়ে যায়।

Rent for add