• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

আজ আরেকটি সহজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে মোকাবেলা করবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় বিকেল পোনে পাঁচটায় খেলাটি মাঠে গড়াবে।  Youtube channel : imsporttv সরাসরি সম্প্রচার করবে।

প্রথম ম্যাচে লাল-সবুজের দল একচেটিয়ে আধিপত্যে বিস্তার করে ৭-২ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে পরাজিত করে। আজ সিঙ্গাপুরের বিপক্ষেও সহজ জয় তুলে নিতে চাইছেন জিমি-সারোয়াররা।

জাকার্তা থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে রোববার সকালে খেলোয়াড়রা প্রথম ম্যাচের ভুলক্রটিগুলো ঝালিয়ে নিয়েছেন।

তবে দলীয় শক্তি-সামর্থ্যের বিবেচনায় বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে খুব একটা তফাৎ নেই। যদিও এই প্রতিপক্ষের সঙ্গে লাল-সবুজ জার্সীধারীরা বরাবরই ফেবারিট। র‌্যাকিংয়ে বাংলাদেশ ৩৮তম আর সিঙ্গাপুর ৩৫তম।

Rent for add