নিজস্ব প্রতিবেদক : ১৪ মার্চ ২০২২, সোমবার, ১:১৫:৫০
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ আজ সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে মোকাবেলা করবে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় বিকেল পোনে পাঁচটায় খেলাটি মাঠে গড়াবে। Youtube channel : imsporttv সরাসরি সম্প্রচার করবে।
প্রথম ম্যাচে লাল-সবুজের দল একচেটিয়ে আধিপত্যে বিস্তার করে ৭-২ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে পরাজিত করে। আজ সিঙ্গাপুরের বিপক্ষেও সহজ জয় তুলে নিতে চাইছেন জিমি-সারোয়াররা।
জাকার্তা থেকে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে বলেন, সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে রোববার সকালে খেলোয়াড়রা প্রথম ম্যাচের ভুলক্রটিগুলো ঝালিয়ে নিয়েছেন।
তবে দলীয় শক্তি-সামর্থ্যের বিবেচনায় বাংলাদেশ-সিঙ্গাপুরের মধ্যে খুব একটা তফাৎ নেই। যদিও এই প্রতিপক্ষের সঙ্গে লাল-সবুজ জার্সীধারীরা বরাবরই ফেবারিট। র্যাকিংয়ে বাংলাদেশ ৩৮তম আর সিঙ্গাপুর ৩৫তম।
Rent for add