• ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশের দাপুটে জয়ে পাত্তা পেলনা ইন্দোনেশিয়া

বাংলাদেশ ৭ : ২ ইন্দোনেশিয়া

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে। শুক্রবার রাতে তারা ৭-২ গোলে হারিয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়াকে। ম্যাচটি জাকার্তার জিবিকে হকি মাঠে অনুষ্ঠিত হয়।

এক তরফার এ ম্যাচে বাংলাদেশের হয়ে একাই দুটি গোল করেছেন খোরশেদ। তবে একটি করে গোল করেছেন আরশাদ, সবুজ, মিমো, জিমি ও রোমান।

বাংলাদেশ জাতীয় হকি দলের ম্যানেজার ও বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হকিবাংলাদেশ.কম-কে ইন্দোনেশিয়া থেকে জানান, দল আজ চমৎকার নৈপুণ্যে দেখিয়েছে। আশা করছি পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা বজায় থাকবে।

তিনি আরো জানান, বাংলাদেশের পরের ম্যাচ ১৪ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মোকাবেলা করবে। এরপর ১৫ মার্চে তৃতীয় ম্যাচের প্রতিপক্ষ ইরান। তবে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৭ মার্চ প্রতিপক্ষ হিসেবে থাকছে ওমান।

 

 

Rent for add