• ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

উদ্বোধনীদিনেই বাংলাদেশ-স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি

এএইচএফ কাপ হকি প্রতিযোগিতার উদ্বোধনীদিনেই আজ শুক্রবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ও স্বাগতিক ইন্দোনেশিয়া একে অপরের মুখোমুখি হচ্ছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় স্থানীয় সময় রাত ৮.১৫ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এই প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে। লাল-সবুজ পতাকাধারীদের প্রতিপক্ষ ওমান, সিঙ্গাপুর, ইরান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে খেলবে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, উজবেকিস্তান ও কাজাখস্তান। শেষ মুহূর্তে চীন ‘এ’ গ্রুপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে।

বাংলাদেশ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ১৪ মার্চ সিঙ্গাপুর, ১৫ মার্চ ইরান ও ১৭ মার্চ ওমানের সাথে মোকাবেলা করবে।

জাতীয় হকি দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি হকিবাংলাদেশ.কম-কে বলেন, শুধু স্বাগতিক ইন্দোনেশিয়া কেনো আমরা গ্রুপের সবকয়টি দলকেই সমান গুরুত্ব দিচ্ছি। তিনি জানান, প্রতিটি ম্যাচই আমাদের জন্য ফাইনাল ম্যাচ। প্রথম টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তারপর সেরা হওয়া।

এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় দলের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান, ইতোমধ্যে দু’দফা করোনা নমুনা নেওয়া হয়েছে। সবারই নেগেটিভ ফল এসেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, দলের সবাই সুস্থ ও ভাল আছেন।

বাংলাদেশ স্কোয়াড

গোলরক্ষক: আবু সাইদ নিপ্পন ও বিপ্লব কুজুর।

রক্ষণভাগ: রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান ও সোহানুর রহমান সবুজ।

মধ্যমাঠ: সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত ও রোমান সরকার।

আক্রমণভাগ: মিলন হোসেন, আরশাদ হোসেন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষিসা মিমো।

ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ

সহকারী ম্যানেজার: মাহবুব মোর্শেদুল আলম লেবু

কোচ: ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি

সহকারী কোচ: জাহিদ হোসেন রাজু

আম্পায়ার: মোহাম্মদ আলী খান পিয়াল।

 

Rent for add