নিজস্ব প্রতিবেদক : ২৫ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার, ৩:৫৫:৩২
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এএইচএফ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় হকি দলের নাম ঘোষণা করেছে সিলেকশন কমিটি।
২৫ সদস্যের ঘোষিত দলে ২০ জন খেলোয়াড়, ২ জন কোচ, ২ জন ম্যানেজার ও একজন আম্পায়ার রয়েছেন।
আগামী ১১ মার্চ থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। যা এশিয়া কাপ হকির বাছাইপর্বও।
চূড়ান্ত দল ঘোষণার আগে বাংলাদেশ হকি ফেডারেশন ২৮ জন খেলোয়াড় নিয়ে প্রাথমিক দলের ১২ ফেব্রুয়ারি থেকে জাতীয় দলের মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির তত্বাবধানে বিকেএসপিতে আবাসিক ক্যাম্প শুরু হয়েছিল।
চূড়ান্ত দল
গোলরক্ষক: আবু সাইদ নিপ্পন ও বিপ্লব কুজুর।
রক্ষণভাগ: রেজাউল করিম বাবু, ফরহাদ হোসেন সিটুল, খোরশেদুর রহমান, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান ও সোহানুর রহমান সবুজ।
মধ্যমাঠ: সারোয়ার হোসেন, ফজলে হোসেন রাব্বী, নাঈম উদ্দিন, প্রিন্স লাল সামন্ত ও রোমান সরকার।
আক্রমণভাগ: মিলন হোসেন, আরশাদ হোসেন, রকিবুল হাসান রবি, মাহবুব হোসেন, রাসেল মাহমুদ জিমি, দ্বীন ইসলাম ইমন ও পুস্কর ক্ষিসা মিমো।
ম্যানেজার: মোহাম্মদ ইউসুফ
সহকারী ম্যানেজার: মাহবুব মোর্শেদুল আলম লেবু
কোচ: ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি
সহকারী কোচ: জাহিদ হোসেন রাজু
আম্পায়ার: মোহাম্মদ আলী খান পিয়াল।
Rent for add