• ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫

জাতীয় দলের স্পন্সর হচ্ছে মার্কেন্টাইল কো-অপরেটিভ ব্যাংক

বাংলাদেশ জাতীয় হকি দল চলতি বছরে অন্তত তিন থেকে চারটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। এর মধ্যে এশিয়া কাপ বাছাইপর্ব, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস অন্যতম।

তবে বাংলাদেশ হকি ফেডারেশন এশিয়া কাপ বাছাইপর্বকে সামনে রেখে এরই মধ্যে জাতীয় দলের জন্য মালয়েশিয়ান কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি আবারো দায়িত্ব দিয়েছে।

শুধু তাই নয়, এএইচএফ কাপ হকির ক্যাম্পের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ১১ মার্চ জাকার্তায় শুরু হবে এই টুর্নামেন্ট। যা এশিয়া কাপ হকির বাছাইপর্বও।

ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষে আগামীকাল রোববার বাংলাদেশ জাতীয় হকি দলের স্পন্সর প্রতিষ্ঠান দি ঢাকা মার্কেন্টাইল কো-অপরেটিভ ব্যাংক লিমিটেডের সঙ্গে বাংলাদেশ হকি ফেডারেশন একটি চুক্তি করতে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রোববার চেক হস্তান্তর করা হবে। এ অনুষ্ঠানটি মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান দি ঢাকা মার্কেন্টাইল কো-অপরেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আবু জাফর চৌধুরী। আজ শনিবার এ তথ্য জানান ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

Rent for add