• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

আন্ত-ইউনিট হকি রোববার শুরু

বাংলাদেশ সেনাবাহিনীর আন্ত-ইউনিট হকি টুর্নামেন্ট আগামীকাল ২৩ জানুয়ারি রোববার থেকে মাঠে গড়াচ্ছে।

সাভার ক্যান্টনমেন্ট হকি গ্রাউন্ডে ৪টি গ্রুপে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ৩০ জানুয়ারি এ টুর্নামেন্ট শেষ হবে।

এ টুর্নামেন্টের মধ্য দিয়েই মূলত বাংলাদেশ সেনাবহিনীর হকি দল বাছাই করা হয়।

Rent for add