• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বিপ্লব-শুভ’র উচ্চতর ডিপ্লোমা অর্জন

বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক দুই তারকা মোহাম্মদ মওদুদুর রহমান শুভ ও মশিউর রহমান বিপ্লব ভারত থেকে হকির উপর উচ্চতর ডিপ্লোমা অর্জন করেছেন।

বতর্মানে বিপ্লব ও শুভ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) হকি প্রশিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তারা নতুন নতুন হকি খেলোয়াড় সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ব্যাঙ্গলোর থেকে এবং শুভ পাতিয়ালা থেকে এ ডিপ্লোমা অর্জন করেন।

উল্লেখ্য ভারতের ন্যাশনাল স্পোর্টস অথরিটির অধীনে প্রতি বছর বিভিন্ন খেলাধুলার প্রশিক্ষকদের জন্য ডিপ্লোমা ইন স্পোর্টস কোচিং অনুষ্ঠিত হয়।

২০২০ সালে ৫৮তম ব্যাচে বাংলাদেশ থেকে ৪ জন ডিপ্লোমার জন্য নির্বাচিত হন। সবাই সাফল্যের সঙ্গে ডিপ্লোমা সম্পন্ন করেন। এর মধ্যে হকির ২ জন ছিলেন।

 

 

 

Rent for add