নিজস্ব প্রতিবেদক : ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ২৩:০৩:২২
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হকি কেন্দ্র আয়োজিত বিজয় কাপ হকি টুর্নামেন্ট চসিক মিউনিসিপ্যাল স্কুল মাঠে শুরু হয়েছে।
এ বছর সপ্তম আসরে মোট চারটি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে যথাক্রমে নাসিরাবাদ ইয়াংস, পদাতিক, কোতোয়ালী কিং স্টার ও বিজয়-৭১।
উদ্বোধনী ম্যাচে নাসিরাবাদ ইয়াংস ৩-১ গোলে বিজয়-৭১ কে পরাজিত করে। ম্যাচে জয়ী দলের শরফুদ্দীন ২টি এবং সবুজ ১টি এবং বিজিত দলের কামরুল ১টি গোল করেন। ম্যাচ সেরা খেলোয়াড় রকি দাশ কে ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী।
উল্লেখ্য গ্রুপ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল ফাইনালে মোকাবিলা করবে।
Rent for add