• ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জে বিজয় দিবস হকির ফাইনাল শুক্রবার

কিশোরগঞ্জে বিজয় দিবস হকি লিগের ফাইনালে মাজহারুল হক কিরন সৃতি সংঘ ও সেরা ৭১ আগামীকাল শুক্রবার একে অপরের মুখোমুখি হচ্ছে।

স্থানীয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মাঠে শিরোপা নির্ধারণী এ ম্যাচটি সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

এর আগে সেমিফাইনালে মাজহারুল হক কিরন স্মৃতি সংঘ ১-০ গোলে বিজয়ী প্রতিমাকে এবং সেরা একাত্তর ৩-০ গোলে সবুজ বাংলাকে পরাজিত করে।

উল্লেখ্য কিশোরগঞ্জ হকি একাডেমির উদ্যোগে জেলার ৫টি দল বিজয় দিবস হকি লিগে অংশ নিচ্ছে। যেখানে পুরুষ খেলোয়াড়দের পাশাপাশি নারী খেলোযাড়রাও লিগে খেলছেন।

 

Rent for add