নিজস্ব প্রতিবেদক : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ২১:২৯:৩৩
জাপানের অধিনায়ক সেরেন তানাকা ভারতের সঙ্গে জয়ের পর বলেন, হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে আমরা শেষ ম্যাচে হেরেছিলাম। তাই এই ম্যাচের আগে লক্ষ্য ছিল আমরা সে হারের বদলা নেব।
আজ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে ৫-৩ গোলে ভারতকে হারিয়ে সেই বদলা নেওয়ায় ভীষণ ভাল লাগছে। একই সঙ্গে নিজ দল ২০১৩ সালের পর ফাইনালে উঠেছে এটি আরো বেশি আনন্দের। এমন প্রতিক্রিয়ায়ই ব্যক্ত করলেন জাপানের তারকা খেলোয়াড় সেরেন।
ম্যাচ শেষে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এক প্রতিক্রিয়ায় সেরেন তানাকা জানান, আমাদের চূড়ান্ত লক্ষ্য ট্রফি নিয়ে দেশে ফেরা।
জাপানিজ অধিনায়ক সেরেন তানাকা এক প্রশ্নের জবাবে আরো জানান, ফাইনালে দক্ষিণ কোরিয়া ভাল দল। তাদের বিপক্ষে খেলা অবশ্যই কঠিন হবে। আমরা তাদের হারিয়ে শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টাই করব। দ্বিতীয়বারের মতো ঢাকায় খেলছি। ব্যক্তিগত ও দলগতভাবে আমরা নিজেদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব।
Rent for add