নিজস্ব প্রতিবেদক : ২১ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার, ১৯:০০:৪২
পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ক্রীড়াশৈলী দেখিয়ে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ কোরিয়ার জ্যাং জঙ হিউন।
আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দক্ষিণ কোরিয়া ৬-৫ গোলে বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানকে পরাজিত করে।
এই ম্যাচে জ্যাং জঙ হিউন হ্যাটট্রিক করার পাশাপাশি একাই করেন ৪ গোল। যা তাকে ম্যাচসেরায় পরিণত করে। তার হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. রফিকুল ইসলাম কামাল।
ম্যাচসেরা হিউন এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথমে গোল খেয়ে ভরকে গিয়েছিলাম। এরপর আস্তে আস্তে নিজেদের সামলে নিয়ে আমরা আক্রমণে মনোযোগী হয় এবং ম্যাচে ফেরার চেষ্টা থেকে এ জয় তুলে নেই।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ম্যাচের আগে আমরা খেয়ে দেয়ে কিছুটা সময় জিমে কাটাই। এরপর মাঠে আসি খেলতে। ফিটনেস নিয়ে আমরা অনেক কাজ করেছি। মাঠে সেটা প্রমাণ দিতে পেরেছি। ম্যাচ জিততে পেরে আমরা খুশি। মাঝখানে একদিন বিশ্রাম ছিল। সেটা আমাদের অনেক কাজে দিয়েছে।
Rent for add