• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে কোরিয়া

জ্যাং জঙ হিউনের হ্যাটট্রিকসহ চার গোলের উপর ভর করে হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। আজ মঙ্গলবার প্রথম সেমিফাইনালে তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৬-৫ গোলে পাকিস্তানকে পরাজিত করে।

দ্বিতীয় সেমিফাইনালে ভারত-জাপানের মধ্যকার বিজয়ী দলের সঙ্গে আগামীকাল বুধবার শিরোপা লড়াইয়ে অবর্তীন হবে কোরিয়া।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে কোরিয়া-পাকিস্তান শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটিকে প্রাণবন্ত করে তুলে।

৩ মিনিটেই অধিনায়ক ওমর ভুট্টার অসাধারণ ফিল্ড গোলে (১-০) এগিয়ে যায় পাকিস্তান। তবে ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জঙ হিউনের গোল করে সমতায় ফেরে কোরিয়া (১-১)।

১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সেই জ্যাং জঙ হিউনের গোলে (২-১) লিড নেয় কোরিয়া। এরপর ১৩ মিনিটে টানা তিনটি পেনাল্টি কর্নার পেলেও পাকিস্তান একটিও গোলে আদায় করতে পারেনি।

তবে ২২ মিনিটে জুনাইদ মানজুরের ফিল্ড গোলে পাকিস্তান সমতায় (২-২) ফেরে। কিন্তু ২৪ মিনিটে কোরিয়াকে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জঙ হিউন নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকে আবারো লিড (৩-২) এনে দেন।

৩০ মিনিটে অবশ্য আফরাগের দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে পাকিস্তান (৩-৩)। কিন্তু এর পর মুহূর্তেই গোল তুলে নেয় কোরিয়া (৪-৩)। পেনাল্টি কর্নার থেকে এই গোলটি করেন জিহুন ইয়াং।

এর পর ৪৪ মিনিটে গোলরক্ষকে একা পেয়ে কোরিয়ার জেং জুনউ ফিল্ড গোল করলে (৫-৩) দুই গোলের লিড পেয়ে যায়।
তবে ৪৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের মোবাশের আলী ব্যবধান কমিয়ে (৪-৫) দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।

তারই ধারাবাহিকতায় ৫১ মিনিটে মোবাশের আলী ফের গোল করে পাকিস্তানকে সমতায় (৫-৫) ফেরান। কিন্তু ৫৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জঙ হিউনের গোলে কোরিয়া (৫-৬) জয় নিশ্চিত করে।

Rent for add