• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ফাইনালে দেখা হতে পারে ভারত-পাকিস্তানের

পরিসংখ্যান আর শক্তির বিচারে এবারের হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সবচেয়ে ফেবারিট দল ভারত। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তারা নিজেদের প্রমাণও করেছে।

চীর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে যেমন ৩-১ গোলে জয় পেয়েছে ঠিক তেমনি জাপানকে হারিয়েছে ৬-০ গোলে।

বাংলাদেশকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে কোরিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও ভারত যে সেরা তা ম্যাচেই প্রমাণ করেছে।

ফলে সেমিফাইনালে জাপানের বিপক্ষে তারাই জিততে পারে বলে আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। অন্যদিকে পাকিস্তানের ফলাফলও খুব একটা খারাপ হচ্ছে না। যদিও সেমিফাইনালে যেতে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। তবে ছন্দে রয়েছে সর্বশেষ আসরে ভারতের সাথে যুগ্মচ্যাম্পিয়ন দলটি। সে হিসেবে ২২ ডিসেম্বরের ফাইনালে এই দুই চীর প্রতিদ্বন্ধী দল মুখোমুখি হবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

Rent for add