• ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

তবুও সাধ্যমত লড়েছিল

স্বাগতিক দেশ হবার সুবাদে প্রথমবারের মতো হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পাঁচ জাতির এ আসরে সাধ্যমত ভাল খেলার চেষ্টা করেছিলেন জিমি-আশরাফুলরা। কিন্তু র‌্যাকিংয়ে যেখানে সবাই এগিয়ে তখন প্রতিপক্ষের সঙ্গে অসম লড়াইটাই হওয়া স্বাভাবিক।

তবুও লাল-সবুজের দল প্রতিটি ম্যাচেই প্রাণপন লড়াই করার চেষ্টা করেছে। এর মধ্যে আবার ৪০ মাস পর ছিল না কোন আন্তর্জাতিক ম্যাচে। সে অর্থে ময়দানি লড়াইয়ে কতটুকুই বা ভাল খেলার কথা।

বাংলাদেশ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে জয় কিংবা ড্র পায়নি। সবকয়টি ম্যাচেই হেরেছে। প্রতিপক্ষের সঙ্গে চার ম্যাচে ২৩ গোল হজম করে বিপরীতে দিয়েছে চার গোল। প্রথম ম্যাচে ভারতের কাছে ৯-০ গোলে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ গোলে, তৃতীয় ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে এবং চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬-২ গোলে পরাজিত হয়।

Rent for add