• ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সেমিফাইনালে ভারত-জাপান ও পাকিস্তান-কোরিয়া মুখোমুখি

হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব শেষে চার দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আগামী ২১ ডিসেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে বিশ্ব হকির অন্যতম দুটি দল পাকিস্তান ও দক্ষিণ কোরিয়া একে অপরের মোকাবিলা করবে।

একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারত ও জার্কাতা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী জাপান পরস্পরের মুখোমুখি হবে।

প্রথম সেমিফাইনাল বিকেল সাড়ে ৩টা এবং দ্বিতীয় সেমিফাইনাল সন্ধ্যা ৬টায় শুরু হবে। স্টার স্পোর্টস দুটি সেমিফাইনালই মাঠ থেকে সরাসরি সম্প্রচার করবে।

Rent for add