সাঈদ-আল-সালিন : ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ২৩:৫৮:০০
বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে ৬-২ গোলে স্বাগতিক বাংলাদেশ হেরে গেলেও সবার নজর করেছেন লাল-সবুজ দলের আরশাদ হোসেন।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ রোববার হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরশাদ হোসেন একাই দু’ গোল নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেলেন।
পাকিস্তানে বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স শেষে বাংলাদেশের এই তারকা খেলোয়াড় হকিবাংলাদেশ.কম-কে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে আগামীদিনে ভাল খেলার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রশ্ন : বিশ্ব হকির অন্যতম পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করলেন। এ মুহূর্তে অনুভূতি কেমন লাগছে?
আরশাদ হোসেন : পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জোড়া গোল করে ভাল লাগছে। আরো ভাল লাগত যদি আমরা ম্যাচটি জিততে পারতাম। তবে আমরা প্রায় ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচে খেলতে নেমে ভাল করার চেষ্টা করছি। দীর্ঘ দিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় আমাদের অনেক ঘাটতি রয়েছে। প্রতিপক্ষ পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভাল দল। র্যাংকিংয়েও আমাদের চেয়ে এগিয়ে। আশা করি ভবিষ্যতে আমরা ভাল কিছু করব।
প্রশ্ন : শুধু পাকিস্তানই নয়, গ্রুপপর্বের আগের ম্যাচগুলোয় দেখেছি পেনাল্টি কর্নার থেকে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারছেন না। সম্ভাব্য এমন গোলের সুযোগ হাতছাড়া হচ্ছে কেন?
আরশাদ হোসেন : সত্যিই বলেছেন, আমরা পেনাল্টি কর্নার থেকে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারিনি। আমি আগেই বলেছি, আমরা করোনাভাইরাসের কারণে প্রায় ৪০ মাস আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে ছিলাম। আগের ম্যাচেও অনেক সুযোগ হাতছাড়া করেছি। সত্যি বলতে কী, পুশে আমাদের দুর্বলতা ছিল। আমরা সেটা রিকভার করার চেষ্টা করেছি। এছাড়া প্রতিপক্ষের গোলরক্ষক, রক্ষণভাগ সবদিক থেকেই তারা এগিয়ে। ওরা অনেক ফাস্ট খেলোয়াড়। তাই মিসটেক হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের ভুল-ত্রুটিগুলো শুধরিয়ে নেব।
প্রশ্ন : পাকিস্তানের বিপক্ষে কী চাপে ছিলেন?
আরশাদ হোসেন : পাকিস্তানের চেয়ে অভিজ্ঞতায় কিন্তু আমরা অনেক পিছিয়ে। ওরা অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলে। আমরা সেই তুলনায় অনেক অনেক পিছিয়ে। বেশি করে ম্যাচ খেলতে পারলে আমরাও পাকিস্তানের মতো খেলতে পারব। আমাদের প্রচুর অনুশীলন ম্যাচ খেলতে হবে।
প্রশ্ন : দক্ষিণ কোরিয়ার সঙ্গে অসাধারণ একটি ম্যাচ খেলেছিল টিম বাংলাদেশ। কিন্তু পরের দু ম্যাচ জাপান ও পাকিস্তান বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না?
আরশাদ হোসেন : আমরা এখনো একটানা ম্যাচ খেলায় পুরাপুরি অভ্যস্ত হয়ে উঠতে পারিনি। হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া সবাই কিন্তু আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। ভারত টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী দল। সর্বশেষ জার্কাতা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী দল জাপান। পাকিস্তান বিশ্বের অন্যতম পরাশক্তি দল। এশিয়ার সেরা দলগুলোর একটি দক্ষিণ কোরিয়া। আমরা সব প্রতিপক্ষের বিপক্ষে প্রাণপণ ভাল খেলার চেষ্টা করেছি। যদিও এবার হয়নি। ইনশাল্লাহ ভবিষ্যতে হবে।
Rent for add