• ঢাকা, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ভারতের কাছে বিধ্বস্ত জাপান

টোকিও অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় দল হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আজ রোববার তারা ৬-০ গোলে হারিয়েছে সর্বশেষ জার্কাতা এশিয়ান গেমসের স্বর্ণজয়ী জাপানকে।

যদিও এই জয়-পরাজয়ে কোন প্রভাব ফেলছে না। কেননা ইতোমধ্যেই ভারত-জাপান এক ম্যাচ আগেই পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে।

এক তরফার এই লড়াইয়ে ভারতের সামনে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি জাপান। সারাক্ষণই চাপের মুখে থেকে তারা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ব্যস্ত ছিল।

পর পর দুটি পেনাল্টি কর্নার থেকে ভারত গোলের দেখা না পেলেও তৃতীয় পেনাল্টি কর্নারে ১০ মিনিটে হারদিক সিংয়ের পুশ, সুমিতের স্টপ থেকে হারমানপ্রীত সিংয়ের হিটে থেকে আসে প্রথম (১-০) গোল। তবে ৭ মিনিটে জাপান একটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে পারেনি।

গোল পরিশোধে মরিয়া জাপান ২১ মিনিটে পেনাল্টি কর্নার পেলে কোসেই কাওয়াবের পুশ সেরেন তানাকার স্টপ থেকে ইয়োশিকি কিরিশিতা হিট করলে তা বাইরে চলে যায়। তবে ২৩ মিনিটে দিলপ্রীত সিংয়ের ফিল্ড গোলে ভারত ব্যবধান দ্বিগুণ (২-০) করে।

দু গোলে পিছিয়ে পড়া জাপান পরবর্তী পর পর আরো দুটি পেনাল্টি কর্নার পেলে ভারতের গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেনি।

এর পর ৩৪ মিনিটে জারমানপ্রীত সিং ফিল্ড গোলে জাপানের বিপক্ষে বড় জয়ের পথে (৩-০) হাঁটতে শুরু করে ভারত।

পরবর্তীতে ৪৬ মিনিটে সুমিত ফিল্ড গোল করলে এক হালি (৪-০) গোল পূরণ হয়। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে হারমানপ্রীত সিংয়ের গোলে ভারতীয় (৫-০) আরো ব্যবধান বাড়ায়। ৫৪ মিনিটে শমসের সিংয়ের গোলে জাপানের বিপক্ষে হাফ ডজনের গোল নিয়ে মাঠ ছাড়ে।

Rent for add